Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রংপুর সদর

অবস্থানঃ

রংপুর সদর উপজেলার আয়তন ১৪৭.০৪ বর্গ কিঃমিঃ। উত্তরে গঙ্গাচড়া উপজেলা, দক্ষিণে মিঠাপুকুর উপজেলা, পূর্বে কাউনিয়া ও পীরগাছা উপজেলা, পশ্চিমে তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা। রংপুর সদর উপজেলা রংপুর শহরের পাশ্ববর্তী ঘাঘট নদীর তীরে অবস্থিত।

এক নজরে রংপুর সদর উপজেলাঃ

 

জেলার নাম                                           

রংপুর।

উপজেলার নাম                       

রংপুর সদর।

মোট আয়তন

১৪৭.০৪ বর্গ কিঃ মিঃ

মোট জনসংখ্যা

 পুরুষ      

মহিলা    

শিক্ষার হার     

সাক্ষরতার হার                                  

২,০৪,৪৬৫ জন (জুলাই/১৫ মাসের জন্ম নিবন্ধন অনুযায়ী)

১,০৪,২৩০ জন

১,০০,২০৫ জন

৬৮%

৯৮%

পৌরসভার সংখ্যা

নাই।

ইউনিয়নের সংখ্যা

০৫ টি।

ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা

মৌজার সংখ্যা

গ্রামের সংখ্যা

মসজিদের সংখ্যা

মন্দিরের সংখ্যা

০৫ টি।

৫১ টি।

৫৮ টি।

২০১ টি।

১২২ টি।

কলেজের সংখ্যা

০২ টি।

স্কুল এন্ড কলেজ সংখ্যা

০৬টি।

উচ্চ বিদ্যালয়ের সংখ্যা

১০টি।

বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা

০২টি।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা

০২ টি।

ফাজিল মাদ্রাসার সংখ্যা

০২ টি।

দাখিল মাদ্রাসার সংখ্যা

১১ টি।

হাট-বাজারের সংখ্যা

১৫ টি।

জলমহালের সংখ্যা

০৯ টি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬৮ টি।

   

মোট মুক্তিযোদ্ধার সংখ্যা

৯২ জন।

মোট ভোটার সংখ্যা

১,০৯,১০৪ জন।

পুরুষ

৫৪,৫৩২ জন।

মহিলা

৫৪,৫৭২ জন।

দর্শনীয় স্থান

চিত্তবিনোদনাগার

হরিদেবপুর কালী মন্দির ও পাগলাপীর কবরস্থান, সদ্যপুস্করিনী দিঘী এবং মমিনপুর তিস্তা ব্যারেজ ইত্যাদি।

ভিন্ন জগৎ

উপজেলার উৎপাদিত প্রধান ফসল

ধান, পাট, আলু, তামাক, ভুট্টা, আখ ও কলা।

 

সাধারণ  তথ্যাবলিঃ

 

উপজেলা নির্বাহী অফিস

প্রশাসনিক কার্যাবলী, আইন-শৃঙ্খলা উন্নয়ন, সরকারী আদেশ প্রতিপালন, গ্রামীণ ও পল্লী উন্নয়ন, মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন বিভাগীয় কার্যাবলীর সমন্বয় সাধন ও তদারকী।

উপজেলা ভূমি অফিস

ভূমি ব্যবস্থাপনা, খাস জমির বন্দোবস্ত প্রদান, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারী সম্পত্তির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত।

উপজেলা কৃষি অফিস

কৃষি বিষয়ক পরামর্শ প্রদান, বীজ ও সার বিতরণ কার্যাবলী সম্পাদন।

উপজেলা মৎস্য অফিস

মৎস্য উন্নয়ন বিষয়ক মাছের পোনা বিতরণ ও প্রক্রিয়াজাতকরণ এবং প্রশিক্ষণ প্রদান।

উপজেলা শিক্ষা অফিস

প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও তদারকী, বিভাগীয় পর্যায়ে শিক্ষা বিষয়ক কার্যাবলী সম্পাদন।

উপজেলা প্রাণি সম্পদ অফিস

গবাদী পশুর উন্নয়ন, প্রশিক্ষণ ও চিকিৎসা প্রদান সংক্রান্ত কার্যাবলী।

উপজেলা পঃ পঃ অফিস

জন্ম নিয়ন্ত্রণ, উপকরণ বিতরণ, টিকাদান বিষয়ক কার্যক্রম পরিচালনা ও তদারকী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস

জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ।

কোতয়ালী থানা

আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন।

উপজেলা নির্বাচন অফিস

ভোটার আইডি কার্ড প্রস্ত্ততকরণ এবং নির্বাচনী কার্যাবলী সম্পাদন।

উপজেলা মহিলা বিষয়ক অফিস

বিধবা, মাতৃত্বকালীন ভাতা প্রদান এবং দুঃস্থ মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা পালন।

উপজেলা সমবায় অফিস

সমিতির রেজিষ্ট্রেশন, ঋণ আদান ও প্রদান, অডিট কার্যাবলী সম্পাদন।

উপজেলা প্রকৌশলী

গ্রামীণ রক্ষণাবেক্ষণে ব্রীজ কালভাট নির্মাণ, জনপথ সংস্কার ও উন্নয়ন, ইমারত নির্মাণ ও তদারকীকরণ।

উপজেলা সমাজসেবা অফিস

মুক্তিযোদ্ধাভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, নৃতাত্বিক আদিবাসী জনগোষ্ঠীর ঋণ আদায়, বিভাগীয় ঋণ প্রদান ও আদায় কার্যক্রম সম্পাদন।

সাব- রেজিষ্টার

ভূমি রেজিষ্ট্রেশন, অনাপত্তি সনদ প্রদান, ভূমি হস্তান্তর কর আদায়সহ বিভাগীয় কার্যক্রম সম্পাদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

জনগুরুত্ব বিবেচনায় কাবিখা, কাবিটা, টিআর এর মাধ্যমে গ্রামীণ রাস্তা ঘাটের উন্নয়ন দুঃস্থ মহিলাদের ভিজিডি, ভিজিএফ প্রদান কার্য সম্পাদন।

উপজেলা পল্লী উন্নয়ন

 সমিতির মাধ্যমে ঋণ প্রদান ও আদায়, দুঃস্থ অসহায় মহিলাদের সেলাই, সতরঞ্জী প্রস্ত্তত, বাঁশ ও বেতের কাজ, নকশী কাঁথা প্রস্ত্তত, এমব্রডারী কাজের প্রশিক্ষণ সম্পাদনসহ বিভাগীয় কার্য সম্পাদন।

উপজেলা যুব উন্নয়ন অফিস

সরকারী জলমহাল লীজ প্রদান, রক্ষণাবেক্ষণ এবং যুব ও যুব মহিলাদেরকে ঋণ আদান ও প্রদান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা উপবৃত্তি প্রদান মনিটরিং কার্য সম্পাদন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী

পল্লী স্যানিটেশন, সু পেয় পানি ও জলের সু-ব্যবস্থাকরণ।

উপজেলা পরিসংখ্যান অফিস

আদমশুমারী কার্য সম্পাদনসহ বিভিন্ন শুমারীর কার্যাবলী সম্পাদন।

উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস

উপজেলার সার্বিক আইসিটি বিষয়ক কার্যাবলী সম্পাদন ও সহায়তা প্রদান। 

সহকারী প্রকৌশলী বরেন্দ্র

চিহ্নিত বরেন্দ্র এলাকা সমূহের সার্বিক উন্নয়ন সম্পাদন।

উপজেলা বন বিভাগ

সামাজিক বনায়নে অগ্রণী ভূমিকা পালন।