১) সরকারী শিশু পরিবারঃ শিশুপরিবারে ভর্তির জন্য আবেদনপত্র প্রাপ্তির পর আসন খালি থাকা সাপেক্ষে ১(এক) মাসের মধ্যে ৬ (ছয়) থেকে ৯ (নয়) বছর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুকে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করণ। শিশুর বয়স ১৮ (আঠার) বছর পর্যন্ত বিভিন্ন সরকারী খরচে আবাসিক থাকা ও খাওয়া এবং লেখাপড়াসহ সব ধরনের সুবিধা প্রদান। অনুর্ধ ১৮ (আঠার) বছরবয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন। পারিবারিক পরিবেশে স্নেহ ভালবাসা ও আদর-যত্নের সাথে এতিম শিশুদের লালন পালন। শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান। নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিই ও মানবিক উৎকর্ষ সাধন। পুর্নবাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ।
এটি রংপুর সিটি কর্পোরেশনের আওতায় মর্ডান মোড় থেকে দক্ষিনে ২০০ মিটারের মধ্যে অবস্থিত।
আরো জানতে ক্লিক করুন
১. সরকারি শিশু পরিবার (বালক), রংপুর http://www.rangpur.gov.bd/node/312761
২. সরকারী শিশু পরিবার (বালিকা), রংপুর http://www.rangpur.gov.bd/node/312793
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস