Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

রংপুর সদর উপজেলার ঘাঘট নদী

ঘাঘটঃ প্রাচীনকালে থেকেই ঘাঘট একটি গুরুত্বপূর্ণ নদী। এর তীরেই গড়ে উঠেছে রংপুর সদর উপজেলা। ঘাঘট তিস্তার শাখা নদী। নীলফামারীর জেলার কিশোরগঞ্জ থানার কুজিপাড়া গ্রামে এই নদীর উৎপত্তি। উৎপত্তিস্থল থেকে গঙ্গাচড়া উপজেলার পশ্চিম সীমানা দিয়ে রংপুর সদর উপজেলা  অতিক্রম করে পীরগাছা উপজেলায় প্রবেশ করে আলাইপুরি নদীকে সাথে নিয়ে সাদুল্যাপুর উপজেলার রসুলপুরের নিকট দিয়ে গাইবান্ধা জেলায় প্রবেশ করেছে। অতপর দক্ষিণে প্রবাহিত হয়ে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ঘাঘট গাইবান্ধা শহরে প্রবেশ করে শহরের পুর্বপার্শ্বে ডানদিকে মোড় নিয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে। ১৯০৭ সালে ঘাঘট নদীকে গোদারহাট গ্রামের নিকট থেকে বাগুরিয়া পর্যন্ত তিন মাইল দীর্ঘ খাল খনন করে মরা মানসের সঙ্গে যুক্ত করা হয়। এই প্রবাহ রসুলপুর শ্লুইচ গেট অতিক্রম করে ব্রক্ষ্মপুত্র নদে পতিত হয়। ঘাঘট নদী সংলগ্ন এলাকায় বালু মহাল আছে। এছাড়াও এ নদীতে বর্ষা মৌসুমে পর্যাপ্ত দেশী মাছ পাওয়া যায়।

উদ্ভিদ সম্পদ: রংপুর সদর উপজেলা

রংপুর সদর উপজেলার সর্বত্র আম, কাঠাল, জাম, লিচু, বেল, কদবেল, আমড়া, বরই, তেঁতুল ইত্যাদি ফলবান বৃক্ষ রয়েছে। বর্তমানে চন্দনপাট ও মমিনপুর ইউনিয়নের হাড়িভাংগা আম দেশব্যাপী সমাদৃত হচ্ছে। বৃক্ষের মধ্যে শিশু, শাল, মেহগনী, পিতরাজ, গজারি, জারুল, হিজল, নিম, ঘোড়ানিম, রেইনট্রি, করাই, শিমুল-বট, পাইকুড়, সোনাল, ডুমুর, কদম, শিমুল, গাব ইত্যাদি কাঠের গাছ তেজপাতা, আমলকি, হরিতকি, ঔষধি গাছ আছে। এছাড়া সুপারী বাগান, বাঁশ বাগান, নারিকেল, তাল ও খেজুর গাছ সব গ্রামেই আছে। উপজেলার অনেক স্থানে লতা গুল্মজাতীয় ঝোপঝাড় পরিদৃষ্ট হয়। ডালিম, লেবু, বাতাবি লেবু, করমচা, নটকোল, পেয়ারা বৃক্ষসহ অনেক ফুলের গাছ শহর বা  গ্রামের অনেক বড়িতে আছে।

পশু, পাখি, সরীসৃপ সম্পদঃ রংপুর সদর উপজেলা

ছোট ছোট জঙ্গল ঝোঁপে শিয়াল, খরগোশ, বেজী, টিকটিকি, ইদুর,  ও বিভিন্ন প্রজাতির সাপ ইত্যাদি দেখা যায়। গৃহপালিত জন্তু হিসেবে গাই-বলদ, মহিষ, ছাগল, ভেড়া পরিচিত। কুকুর এবং বিড়াল, ঘোড়া, শুকুর অনেকে প্রতিপালন করেন।

মৎস্য সম্পদঃ রংপুর সদর উপজেলা

রংপুর সদর উপজেলার পুকূর বিলে পর্যাপ্ত মিঠাপানির মাছ পাওয়া যায়। মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, গ্রাস কাপ, বিগ হেড, কালা বাউশ, সরপুটি, টেংরা, কৈ, মাগুর, শিংগী, চিংড়ী, তেলাপুইয়া, নাইলোটিকা, সিলভারকাপ, মিনারকাপ, কার্ফু, থাই পাঙ্গাস ইত্যাদি প্রচুর পরিমানে পাওয়া যায়।

কৃষি সম্পদঃ রংপুর সদর উপজেলা

রংপুর সদর উপজেলার মাটি অত্যন্ত উর্বর এবং অধিকাংশ জমি ফসল উৎপাদনে সক্ষম। এখানে বিভিন্ন জাতের ধান, পাট, আখ, গম প্রচুর পরিমানে উৎপাদিত হয়। এছাড়া এই অঞ্চলে আদা, হলুদ, ভুট্টুা, মরিচ ইত্যাদির চাষ করা হয়। বিভিন্ন জাতের কলা ও তামাক অর্থনৈতিক শস্য বিবেচিত।  

জনসম্পদঃ

উপজেলার প্রায় প্রতিটি গ্রামের মানুষজন পৃথিবীর কোন না দেশে জীবন জীবিকার প্রয়োজনে অবস্থান করছেন। এতে উপজেলায় অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।