Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

উপজেলার ভৌগলিক অবস্থানঃ  রংপুর সদর উপজেলা (রংপুর জেলা) আয়তন ১২৭ বর্গ কিঃমিঃ।(সংশোধিত)।

উত্তরে গঙ্গাচড়া উপজেলা, দক্ষিণে মিঠাপুকুর উপজেলা, পূর্বে কাউনিয়া ও পীরগাছা উপজেলা, পশ্চিমে তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা। উপজেলা শহর  ঘাঘট নদীর তীরে অবস্থিত। ২৫০৩/ উঃ অক্ষাংশ হতে ২৬০০ উঃ  অক্ষাংশ এবং ৮৮৫৭/ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৮৯৩২/ পূর্ব দ্রাঘিমাংশ পর্যমত্ম বর্তমান রংপুর জেলা বিস্তৃত। বৃষ্টিপাত সর্বোচ্চ জুন’ ২০১০, ৬৪৮.২ মিলিমিটার (২৩দিন)।

নৃতাত্ত্বিক পরিচয়ঃ

নদীবিধৌত পাললভূমি নিয়ে গঠিত বলে রংপুর অঞ্চল অত্যমত্ম উর্বর সমভূমি। এ অঞ্চলে চাষ ও পশুপালনের সুবিধার্থে বহু বহিরাগত জনগোষ্ঠীর আগমন ঘটেছে। প্রায় ৫ হাজার বছর পূর্বে এ অঞ্চলে বাস করত নিগ্রবুট জাতি যারা পশু পালন ও চাষাবাদ জানত না। প্রায় তিন হাজার বছর পূর্বে আসামের উপত্যাকা পার হয়ে অষ্ট্রিক জাতি এদেশে প্রবেশ করে। ধীরে ধীরে তারা কৃষিভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলে। রংপুর অঞ্চলের অধিবাসীদের মধ্যে রাজবংশী কোচ, মেচ, খেন প্রভৃতি জাতিগোষ্ঠীর প্রভাব দেখা যায়।

 

আরো জানতে ক্লিক করুন http://en.wikipedia.org/wiki/Rangpur_Sadar_Upazila