এটি রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে অবস্থিত
এটি রংপুর সদর উপজেলা পরিষদ হতে ১৪ কি.মিঃ পশ্চিম-উত্তর দিকে অবস্থিত। বাস, মোটরগাড়ি, মোটর সাইকেল, সাইকেল ও অটোযোগে যাওয়া যায়। ভাড়া ২০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে।
সবুজে ঘেরা এই পার্কটিতে রয়েছে নানান স্থাপনা। এখানে রয়েছে লোকজ সংস্কৃতির 'সোনার তরী' কমিউনিটি সেন্টার, তিন তারকা মানের রেস্ট হাউস 'ড্রিম প্যালেস' ও 'রয়েল প্যালেস', উপাসনালয়, বিপণী বিতান। মহাকাশ দেখার জন্য রয়েছে প্লানেটোরিয়াম। এছাড়া অন্য পার্কের মতো রয়েছে স্পিনিং হেড, নাগরদোলা, ম্যারি গো রাইন্ড, রেলগাড়িসহ বিভিন্ন রাইড
ভিন্ন জগত
ভিন্ন জগত
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস