Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

General medical grant

সাধারণ চিকিৎসা অনুদান আবেদনসমূহ পাওয়ার সাথে সাথেই সফটওয়্যারে এন্ট্রির মাধ্যমে তালিকাভূক্ত করা হয় এবং BKKB এর পক্ষ থেকে আবেদনকারীর মোবাইলে SMS এর মাধ্যমে ডিজিটাল ডায়েরী নম্বর ও তারিখ জানিয়ে দেয়া হয়। ২টি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

 

  • প্রথমত পরিচালক(প্রশাসন), বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সভাপতিত্বে ‘‘বাছাই কমিটি ’’ কর্তৃক আবেদনসমূহ যাচাই বাছাই করে প্রাথমিকভাবে অর্থ সুপারিশ করা হয়।
  • দ্বিতীয়ত মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সভাপতিত্বে ‘‘উপ কমিটি’’ কর্তৃক আবেদনসমূহ পুনরায় যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়।

            যে সকল কারনে আবেদনের অনুকুলে সাহায্য মঞ্জুরি স্থগিত রাখা হয়:

  • আবেদনকারী পুরাতন (বাতিল) ফরমে আবেদন করলে;
  • আবেদন ফরমে সকল তথ্য প্রদান না করলে অর্থাৎ আবেদনপত্র অসম্পূর্ণ হলে;
  • আবেদন ফরমের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করার কথা সেগুলোর কোন একটি সংযুক্ত না করলে;
  • আবেদন ফরমে আবেদনকারীর বা কর্তৃপক্ষের স্বাক্ষর/সিল না থাকলে।

এ বিষয়ে আপনার আরও কোন তথ্য জানার প্রয়োজন হলে কল্যাণ তথ্য ও সেবা কেন্দ্রে টেলিফোন করে জানতে পারবেন।
 মোবাইলঃ ০১৭২৭৮০৪০০৬